কে বিশ্বসেরা? মেসি নাকি রোনালদো!
রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৭
কে সেরা? সেরা থেকে বিশ্বসেরা? মেসি নাকি রোনালদো?
চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় তারা তাদের ক্যারিয়ারের প্রথম নয়টি মৌসুম কাটিয়েছেন একই লিগে।
একসাথে তারা খেলাধুলায় বিভিন্ন ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, সর্বকালের সেরা দুই খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছে। তারা এখন পর্যন্ত সবচেয়ে সুশোভিত ফুটবলারদের মধ্যে দুজন, তারা এখন পর্যন্ত তাদের সিনিয়র ক্যারিয়ারে সম্মিলিত ৭৬টি বড় ট্রফি জিতেছেন। যার মধ্যে মেসি ৪২ টি আর রোনালদো ৩৪ টি। নিয়মিতভাবে এক মৌসুমে ৫০-গোলের বাধা ভেঙেছে দুজনেই। ক্লাব এবং দেশের হয়ে তাদের ক্যারিয়ারে ৭০০-এর বেশি গোল করা আটজন খেলোয়াড়ের মধ্যে তারা রয়েছেন।
মেসির নেতৃত্বে ২০২২ ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপ জয়ই মেসিকে বানিয়েছে সেরাদের সেরা বিশ্বসেরা। রোনালদো ক্যারিয়ারে সব জিতলেও অধরা বিশ্বকাপ জিততে পারে নাই কখনোই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।