মুস্তাফিজ তুমি কার?

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৭:২৯

ছবি: সংগৃহীত

ছুটি বাড়িয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া উচিত কি উচিত নয়, তা নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ভিন্নমত রয়েছে।

বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের অভিমত হলো, আইপিএলে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ দিলে মুস্তাফিজুর রহমানের বোলিং আরো ক্ষুরধার হবে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের চেয়ে আইপিএল খেলাটা নাকি বাঁহাতি এই পেসারের জন্য ভালো হবে!

গতকাল অবশ্য ক্রিকেট প্রশাসনে মুস্তাফিজের প্রত্যক্ষ অভিভাবক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই যুক্তি খণ্ডন করেছেন। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে মুস্তাফিজকে এক দিনের বেশি বাড়তি ছুটি দেওয়া হয়নি। জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে বাংলাদেশের দরকার। সে অনুযায়ী ১ মে চেন্নাই সুপার কিংসের ম্যাচটি খেলেই দেশে ফেরার কথা তাঁর।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পর সুযোগ থাকলেও মুস্তাফিজকে আইপিএলের বাকি অংশে খেলতে  ভারতে যাওয়ার অনুমতি দেবে না বিসিবি। অবশ্য পরের অংশের সিদ্ধান্ত পরবর্তী সময়ে পাল্টে যায় কি না, সেটি সময়ই বলবে। কারণ মুস্তাফিজের আইপিএল-দীক্ষার পক্ষে বোর্ডের ভিন্নমতের কথা তো একজন পরিচালক নিজেই বলেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top