নারী আম্পায়ারিং বিতর্কের খোলাসা করলেন মুশফিক-মাহমুদউল্লাহ
রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১৪:৫৮
নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না ক্রিকেটাররা। এমন উড়ো খবরে তোলপাড় দেশের ক্রিকেট। বেশ আলোচনা-সমালোচনাও হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
নারী আম্পায়ারের অধীনে ক্রিকেট খেলতে আপত্তি’র যে গুঞ্জন, সেটির সঙ্গে ক্রিকেটারদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেছেন বিসিবির এই পরিচালক।
২৫ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে আম্পায়ারিং করেন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। মিঠুর ভাষ্য, মোহামেডান-প্রাইম ব্যাংকের টিম ম্যানেজমেন্ট সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জেসির মতো নতুন একজন আম্পায়ারকে চায়নি। আম্পায়ার্স কমিটির প্রধানের মতে, সেটা স্রেফ সাধারণ একটা আলোচনাই ছিল।
নারী আম্পায়ার নিয়ে সব বিতর্কের খোলাসা করেছেন জাতীয় দলে দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে মুশফিক বলেন, ‘আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি এবং কোনো আপত্তিও জানাইনি।
আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে তিনি আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন। এ জন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি।’
অন্যদিকে এমন অভিযোগ নিয়ে বেশ হতাশ মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘ম্যাচ শেষে আমি তো ওনাকে (সাথিরা জাকির) আরও অভিনন্দন জানালাম! সাধুবাদ জানিয়ে বলেছি, “খুব ভালো আম্পায়ারিং করেছেন।”
আমি, মুশফিক, তামিম, আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন, আমরা এ রকম কিছু করার মানুষ নই। তারপরও কী চিন্তা করে এসব বলা হয়, বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।