কোপার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
শাকিল খান | প্রকাশিত: ১৭ মে ২০২৪, ১৮:৪৭
কোপা আমেরিকার বেশিদিন বাকি নেই। আগামী ২০ জুন থেকে গড়াবে ফুটবলের এই জমজমাট আসরটি। প্রথম দিনই মাঠে নামবে কোপার বর্তমান চ্যাম্পিয়ন তথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, কোপা আমেরিকায় নিজেদের মিশন শুরুর আগেও দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
কোপা আমেরিকার আগে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। ৯ জুন এ ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোর সুলজার ফিল্ডে। গুয়েতেমালার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ১৪ জুন, ওয়াশিংটন ডিসিতে। এই দুই ম্যাচ খেলেই নিজেদের প্রস্তুতি সারবে আর্জেন্টিনা।
এবারের কোপা আমেরিকা ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী পেরু, চিলি ও কানাডা। প্রথম দিনই খেলতে নামবে স্ক্যালোনির শিষ্যরা। জর্জিয়ায় সেদিন তাদের প্রতিপক্ষ কানাডা। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ২৫ জুন, চিলির বিপক্ষে। পেরুর বিপক্ষে তাদের গ্রুপপর্বের সবশেষ ম্যাচটি ২৯ জুন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।