যুক্তরাষ্ট্রে অনুশীলনের যথেষ্ট অভাব দেখছেন সাকিব
শাকিল খান | প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৩:২১
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৯ নম্বরে অবস্থান নবাগত দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারল বাংলাদেশ। টাইগারদের এমন ভরাডুবির পেছনে ব্যাটিং ছিল মূল সমস্যা। বিশ্বসেরা অলরান্ডার সাকিব আল হাসানের কণ্ঠেও ফুটে উঠল একই কথা।
ম্যাচেশেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’
দলের হারের মূল কারণ টপ অর্ডারের ব্যর্থতা কি না এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সাকিব, ‘আমি এটি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নেই।।’ তবে এমন হারকে হতাশাজন বলেও উল্লেখ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, ‘হারটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউ আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব। আমাদের জন্য অবশ্যই হতাশাজনক।
যুক্তরাষ্ট্রে অনুশীলনের যথেষ্ট অভাবও দেখছেন সাকিব, ‘আসলে এটাকে যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের বোলিং-ব্যাটিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধার আরও বেশি দরকার ছিল। আমরা এগুলোর কিছুই পাইনি।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।