মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সাকিব আল হাসানের বিশ্বরেকর্ড

শাকিল খান | প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১৩:৫৮

ছবি; সংগৃহীত

ক্রিকেট মাঠে রেকর্ড আর সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক। এই জন্য ভক্তরা তার নাম দিয়েছেন রেকর্ড আল হাসান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা এই ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে ৪৩৫ ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরি আর ৯৯টি ফিফটির সাহায্যে ১৪ হাজার ৫১৫ রান করেছেন সাকিব। আর বল হাতে শিকার করেছেন ৭০০ উইকেট। ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবলসে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।

টেস্টে ৬৭ ম্যাচে বল করে সাকিবের শিকার ২৩৭ উইকেট। ২৪৭ ওয়ানডে ম্যাচে ৩১৭ উইকেট এবং টি-টোয়েন্টি ১২২ ম্যাচে সাকিবের শিকার ১৪৬ উইকেট।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top