ভারত-কানাডার ম্যাচও পরিত্যক্ত
সুজন হাসান | প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৩:১৩
ফ্লোরিডার লডারহিলে এর আগে নেপাল-শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ দুটি বজ্রবৃষ্টিতে পণ্ড হয়েছে। একই পরিণতি বরণ করেছে গতকালের ভারত-কানাডা ম্যাচটিও। ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে ‘এ’ গ্রুপের ম্যাচটিও।
আজ লডারহিলে বৃষ্টি না হলেও আগের বৃষ্টির কারণেই সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠের আউটফিল্ড ভেজা ছিল। নির্ধারিত সময়ে টস হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন।
আজকের ভারত-কানাডা ম্যাচ নিয়ে অবশ্য অত হিসাব-নিকাশ ছিল না। ভারত আগের তিন ম্যাচ জিতে গ্রুপ ‘এ’র প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট। অন্যদিকে আগের তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া কানাডার বিদায়ও গতকালই নিশ্চিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করতেই পাকিস্তানের সঙ্গে বিদায়ঘণ্টা বেজে যায় কানাডারও।
আজ রাতে অবশ্য বিশ্বকাপের আরেকটি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে নামিবিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই ম্যাচ।
ভারত টানা তিন ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করে। আর কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়।
এই গ্রুপের শেষ ম্যাচ হবে রবিবার, পাকিস্তান ও আয়ারল্যান্ড মুখোমুখি হবে রাত সাড়ে ৮টায়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।