কোপা আমেরিকা: কোয়ার্টার ফাইনালে কে, কখন, কার মুখোমুখি

রায়হান রাজীব | প্রকাশিত: ৩ জুলাই ২০২৪, ১৬:৩৭

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালের আট দলকে পেয়ে গেছে ইউরো। সবশেষ ম্যাচে অস্ট্রিয়াকে  ২-১ গোলে হারিয়েছে হারিয়ে শেষ দল হিসেবে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে অষ্টম দল হিসেবে জায়গা করে নিয়েছে তুরস্ক। অন্য ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে নেদারল্যান্ডস সপ্তম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এতে চূড়ান্ত হয়ে গেছে শেষ আটের লাইনআপ।

শেষ চারে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ভেনিজুয়েলা, ইকুয়েডর, ব্রাজিল, পানামা, উরুগুয়ে, আর্জেন্টিনা, কানাডা  ও কলম্বিয়া। 

একনজরে দেখে নেওয়া যাক, শেষ আটে কে কবে কার মুখোমুখি হচ্ছে :

'এ' গ্রুপের সেরা হয়ে শেষ আটে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে 'ব্রি' গ্রুপের রানার্সআপ ইকুয়েডরকে পাচ্ছে তারা। আগামী ৫ জুলাই সকাল ৭টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

সবাইকে চমকে দিয়ে 'এ' গ্রুপ থেকে প্রথমবার মহাদেশীয় লড়াইয়ের সেরা আটে উঠেছে কানাডা। আগামী ৬ জুলাই সকাল ৭টায় তাদের প্রতিপক্ষ 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন ভেনিজুয়েলা।

আগামী ৭ জুলাই ভোর ৪টায় সেমিতে ওঠার লড়াইয়ে মাঠে নামবে টানা ২৬ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। 'ডি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। এদিন 'সি' গ্রুপের রানার্সআপ পানামার মোকাবিলা করবে তারা।  একই দিন সকাল ৭টায় চতুর্থ ও শেষ কোয়ার্টারে 'সি' গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ 'ডি' গ্রুপের রানার্সআপ ব্রাজিল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top