চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সুচি!
শাকিল খান | প্রকাশিত: ৫ জুলাই ২০২৪, ১২:৩৮

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আসন্ন দুই টেস্টের সিরিজের সূচি ঠিক হয়ে গেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছেন পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।
বাংলাদেশ পাকিস্তানে পৌঁছাবে আগামী ১৭ আগস্ট। এরপর আগমী ২১ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আর সমাপনী টেস্ট হবে আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর। ২ ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর অন্তর্ভুক্ত।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের কোনো ম্যাচ হবে না। মূলত, স্টেডিয়ামটির সংস্কারকার্য চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো জিততে পারেনি বাংলাদেশ। ১৩ ম্যাচের ১২টিতেই হেরেছে টাইগাররা, ড্র হয়েছে একটি ম্যাচ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।