টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ জ্যোতি-নাহিদারা
রাহুল রাজ | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮
বড় স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জিততে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেতো টাইগ্রেসরা। কিন্তু যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল জ্যোতি-নাহিদাদের।
সেখানেও ব্যর্থ হয়েছে তারা। সিরিজ জয় তো দূরের কথা, টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল স্বাগতিকরা। শেষ ম্যাচে টাইগ্রেসদের বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ১০৫ রানের সহজ লক্ষ্য দিয়েছিল টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৯ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়ে কিছুটা চাপে রেখেছিলেন। ৬১ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।
তবে শাবিকা মাংরু ও জাইদা জেমসের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা। ২৫ বলে ২টি চারের সাহায্যে ২৭ রান করেন তিনি। ২৮ বলে ২৫ রান করেন জেনিলিয়া।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনিংয়ে ২৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। যা ইনিংসের সর্বোচ্চ। ভালো কোনো জুটি না হয়নি, এমনকি কোনো ব্যাটারও ব্যক্তিগতভাবেও দায়িত্ব নিতে পারেননি। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ৪৩ বলে ২টি চারের সাহায্যে এই রান করেন তিনি। দিলারা করেন ২১ রান। এ ছাড়া মুর্শিদা (১৩) ও তাজ নেহাররের ১০ রানে ভর করে ১০৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।