বৃহঃস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সেই দুই কিশোরকে বিশেষ উপহার দেবেন লিটন

বার্তাকক্ষ | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৯:০৩

সেই দুই কিশোরকে বিশেষ উপহার দেবেন লিটন

একজনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪০৪ রান। আরেকজন ব্যাট হাতে ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে পেয়েছেন ৪ উইকেটের দেখা। অবিশ্বাস্য কীর্তি গড়ে দেশের ক্রিকেটে আলোড়ন তুলেছেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার ও সাদ পারভেজ। এই দুই প্রতিভাবান কিশোরকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন টাইগার লিটন দাস।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সেন্ট গ্রেগরি হাইস্কুলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। জবাবে খেলতে নেমে ১১.৪ ওভারের মধ্যে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান।


ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় অপরাজিত ৪০৪ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন মুস্তাকিম। যা বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। তার সতীর্থ সাদ ৩২ চার ও ১৩টি ছক্কায় ১২৪ বলে ২৫৬ রানের ইনিংস খেলেন। ৭১ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে এই দুজনের জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ৬৯৯ রানে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top