মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ফুটবলের বাইরেও আইকন হামজা চৌধুরী, দেশকে প্রতিনিধিত্ব করাই লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:২৭

সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের নতুন আইকন হামজা চৌধুরী! এবার ফুটবলের মাঠের বাইরেও তিনি নতুন পরিচয়ে। প্রিমিয়ার লিগের এই তারকা হলেন রবি আজিয়াটার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

রবি'র কর্পোরেট অফিসে এই এক বছরের চুক্তির ঘোষণা দেওয়া হয়। তেজগাঁওয়ে পৌঁছানো মাত্রই হামজাকে ঘিরে ধরেন সাংবাদিক এবং অগণিত ভক্ত। এই অকৃত্রিম ভালোবাসা তাকে বারবার বাংলাদেশে ফিরে আসতে অনুপ্রাণিত করে।

হামজা বলেন, তিনি যে ভালোবাসা পান, তা খুব ভালোভাবে লালন করেন। নিজের আবেগ প্রকাশ করে তিনি বলেন, প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।

দেশে ফুটবল নিয়ে তৈরি হওয়া নতুন গর্বের উপলক্ষ নিয়ে হামজা বিনয়ী। তিনি বলেন, সত্যি বলতে, এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top