মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

নেইমার-ভিনিসিয়ুস ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১৬:৪০

ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দল সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে যাচ্ছে। কোচ কার্লো আনচেলত্তি ২৫ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন।

এই স্কোয়াডে সবচেয়ে বড় অনুপস্থিতি নেইমার। সান্তোসের ফরোয়ার্ড সম্প্রতি চোট পেয়েছেন, তাই চূড়ান্ত দলে রাখা হয়নি। এছাড়া রিয়াল মাদ্রিদের দুই আক্রমণভাগের তারকা—ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো—ও ডাক পাননি।

দলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ওয়েস্ট হামের লুকাস পাকেতা। ম্যাচ পাতানোর অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার পর প্রথমবার জাতীয় দলে ফিরছেন তিনি। আনচেলত্তি বলেন, আমরা তাকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে চাই। তার মধ্যে কার্যকরী আছে এবং সেটি কাজে লাগানো দরকার।

চিলির বিপক্ষে মাঠে নামবে ৫ সেপ্টেম্বর, বলিভিয়ার বিপক্ষে ১০ সেপ্টেম্বর। চিলির ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র নিষিদ্ধ, তাই তাকে রাখা হয়নি। আনচেলত্তি সুযোগ দিয়েছেন চেলসির হোয়াও পেদ্রো, তরুণ এস্তেভাও এবং অভিজ্ঞ কাসেমিরোকে। ব্রাজিল স্কোয়াডে গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড মিলিয়ে ২৫ জন খেলোয়াড় রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top