পাপনের ভুয়া ফেসবুক আইডি বন্ধে আইনি ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ২১:১৫

পাপনের ভুয়া ফেসবুক আইডি বন্ধে আইনি ব্যবস্থা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কোনও ফেসবুক আইডি নেই। অথচ তারই নামে ফেসবুক আইডি বানিয়ে নানা রকম মন্তব্য ও স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এসব অ্যাকাউন্ট বন্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তেমন কোনও উপস্থিতি নেই। কিন্তু ভুয়া কয়েকটি অ্যাকাউন্ট খুলে তার নামে চালানো হচ্ছে। সেসব আমাদের নজরে এসেছে। সেগুলোর মাধ্যমে তার সুনাম ক্ষুন্ন হচ্ছে, পাশাপাশি বাজে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলো বন্ধ করেছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি।’

সম্প্রতি দেশ বাদ দিয়ে সাকিব আল হাসানের আইপিএল খেলার সিদ্ধান্ত ও নাসির হোসেনের বিয়ে নিয়ে বিভিন্ন পোস্টে বোর্ড সভাপতির নামে করা অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top