মুশফিকের অর্ধশতক, ৫০০ পেরোলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৮:৪৭

মুশফিকের অর্ধশতক, ৫০০ পেরোলো বাংলাদেশ

আলোর স্বল্পতার জন্য দ্বিতীয়দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে পারেনি বাংলাদেশ দল। তবে তৃতীয়দিনের খেলায় আজ আবার ব্যাটিং করতে নেমেছেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। নেমেই ক্যারিয়ারের ২৩তম অর্ধশত রান পূর্ণ করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৫০৪ রান।

৫৫ রানে মুশফিক এবং ৪৩ রানে অপাজিত রয়েছেন লিটন।

এর আগে দ্বিতীয়দিনের খেলায় মুমিনুল-শান্ত মিলে বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। দেশসেরা জুটির রেকর্ড গড়ার পর দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর আর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি দলীয় অধিনায়ক ‍মুমিনুল হকও।

দ্বিতীয়দিনের খেলায় প্রথম উইকেট হিসেবে শান্তকে হারায় বাংলাদেশ। ম্যাচের ১২৫তম ওভারের খেলায় নিজে বল করে শান্তর তুলে দেয়া মামুলি ক্যাচ লুফে নেন লঙ্কান বোলার লাহিরু কুমারা। আউট হওয়ার পূর্বে ৩৭৮ বলে ১৬৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। তার খেলা ইনিংসটি ১৭টি চার এবং ১টি ছয়ে সাজানো।

এরপর ১৪০তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল হক। এদিন ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে এখন তার মোট সেঞ্চুরির সংখ্যা ১১টি। আউট হওয়ার পূর্বে ১২৭ রান করেন তিনি। তার ৩০৪ বলে খেলা ইনিংসটি ১১টি চারে সাজানো।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top