জন্মদিনে ভক্তদের জন্য চমক তাহসানের করোনামুক্তি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৭:৩১

বিনোদন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খানের ৪১তম জন্মদিন আজ।
১৯৭৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করা তাহসান এক কথায় অলরাউন্ডার।
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে যোগ দেন। যদিও পরে জনপ্রিয় এই ব্যান্ডদল থেকে বের হয়ে তাহসান নিজস্ব অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝেই তাহসান নাম লেখান ছোট পর্দায়। কাজ করছেন সিনেমায়ও।
জন্মদিনে তাহসান ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো তিনি করোনামুক্ত হয়েছেন। জন্মদিনের আগের সন্ধ্যায় তিনি নিজেই এ খবর দিয়েছেন। ভক্তদের ভালোবাসা আর শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।