মহাকাশ থেকে দেখা যাচ্ছে মক্কার কাবা!
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭
মহাকাশচারী ডন পেটিট সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এক চমকপ্রদ ছবিতে মক্কার কাবাকে উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখিয়েছেন। পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার উপরে থেকেও এই পবিত্র স্থানটি দৃশ্যমান।
ছবিতে দেখা যায়, রুক্ষ উপত্যকার মাঝে মক্কার শহুরে বিস্তৃতি এবং কেন্দ্রস্থলে গ্র্যান্ড মসজিদ (মসজিদ আল-হারাম)। কাবা, যা গিলাফে আবৃত ঘনক্ষেত্রাকার কাঠামো, অবিরাম ফ্লাডলাইটিং-এর কারণে বিশেষভাবে উজ্জ্বল। সূর্যের আলো এবং কৃত্রিম আলোকসজ্জা প্রতিফলিত হয়ে এটি মহাকাশ থেকে আলোকবর্তিকা সৃষ্টি করছে।
ডন পেটিট তার সামাজিক মাধ্যম একাউন্টে এই ছবিটি শেয়ার করে লিখেছেন:
"সৌদি আরবের মক্কার কক্ষপথের দৃশ্য। কেন্দ্রের উজ্জ্বল স্থানটি কাবা, ইসলামের পবিত্রতম স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।"
তিনি দীর্ঘ-এক্সপোজার ফটোগ্রাফির মাধ্যমে এই চমৎকার দৃশ্য বিশ্বের সঙ্গে শেয়ার করেছেন। এটি মানবজাতির আধ্যাত্মিক স্থানগুলোর স্থায়িত্বের প্রতীক হিসেবে প্রশংসিত হচ্ছে।
সূত্র: জি নিউজ
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।