মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পঞ্চগড়ে তাপমাত্রা কমছে, শীতের প্রকোপ বৃদ্ধি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৩৮

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই কমছে তাপমাত্রা। হিমালয়ের সন্নিকট অবস্থানের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উত্তরীয় হিমেল বাতাস শীতের স্পর্শ আরও প্রকট করে তুলছে।

গত কয়েক দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হয়েছে। এর আগে সোমবার তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশা ছড়িয়ে পড়ছে এবং সূর্যের আলো ধীরে ধীরে জনপদ জুড়ে ছড়িয়ে পড়ছে। শীতের মাত্রা বাড়লেও শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য কমেনি; ভোর থেকেই দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক, কৃষকরা কাজে বের হয়েছেন।

তাপমাত্রার বৈষম্যের কারণে শীতজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে। আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্ক রোগীরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী অবস্থানের কারণে হিমেল বাতাস এবং হালকা কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমে আসছে। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ার বাতাসের আর্দ্রতা ছিল ৭০ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও বাড়ছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top