ঢাকা ভূমিকম্প ঝুঁকিতে: অপরিকল্পিত নগরায়ন ও পুরনো বিল্ডিং বড় হুমকি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:১৫
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বাংলাদেশে রাজধানী ঢাকায় ৮ থেকে ৯ মাত্রার বড় ভূমিকম্প ঘটলে তাৎক্ষণিকভাবে দুই লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারে। দেশের অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চলে হওয়ায় পূর্বাভাস ছাড়া কোনো বড় ভূমিকম্পের প্রভাব মারাত্মক হতে পারে।
ঢাকার অবস্থান ভারতের ইন্ডিয়ান প্লেট, নর্থে ইউরেশিয়ান প্লেট, এবং পূর্বে মায়ানমার প্লেটের সংস্পর্শে, পাশাপাশি ডাওকি ফল্ট ও সেগাই ফল্টের কাছাকাছি হওয়ায় এটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত।
তবে ঢাকার অধিকাংশ বিল্ডিংই ভবন নির্মাণ কোড মেনে তৈরি হয়নি। পুরনো, মেয়াদ উত্তীর্ণ বিল্ডিং রয়েছে, যেখানে সরু সিঁড়ি বা জরুরি একজিটের কোনো ব্যবস্থা নেই। ঘিঞ্জি রাস্তা ও ফাঁকা স্থান কম হওয়ায় বড় ধরনের ভূমিকম্পের সময় মানুষের নিরাপদ স্থান সীমিত।
জানা যায়, যদিও এখন পর্যন্ত খুব বড় কোনো ভূমিকম্প আঘাত হানেনি—যেমন ২১ নভেম্বরের সাম্প্রতিক ক্ষুদ্র ভূকম্পন—তবে পূর্বাভাস দেওয়া সম্ভব না হওয়ায় যে কোনো বড় ভূমিকম্প মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর জন্য জরুরি পদক্ষেপ হিসেবে সতর্কতা, পরিকল্পিত নগরায়ন ও বিদ্যমান ভবনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।