সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে আতঙ্ক, সরকার ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:২৭

ছবি: সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৮টি ভূমিকম্প হয়েছে, তথ্য জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম। গত সাত দিনে অন্তত ৮৫১টি এবং গত এক মাসে ৩,৫৪৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশেও শুক্রবার (২১ নভেম্বর) দেশের ইতিহাসের কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ১০ জনের প্রাণহানি ঘটে এবং প্রায় ছয় শতাধিক মানুষ আহত হন। ঘটনার ৩২ ঘণ্টার মধ্যে আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এগুলো মূল ভূমিকম্পের আফটারশক, যা সাধারণত মূল শকের তুলনায় কম মাত্রার হয়।

ঢাকার পরিস্থিতি:
নরসিংদী, মাধবদী, সাভারের বাইপাইল ও বাড্ডা থেকে উৎপত্তি হওয়ায় রাজধানীবাসী আতঙ্কিত। বিশেষ করে পুরান ঢাকার পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষ নিরাপদ স্থানের খোঁজ করছেন।

বাসিন্দাদের অভিজ্ঞতা:

  • বংশালের আসমা বেগম: “ভূমিকম্প শুরু হতেই আমরা বাচ্চাদের নিয়ে নিচে নেমে যাই। শরীর কাঁপছিল। যদি বড় ভূমিকম্প হয়, শুধু লাশই দেখা যাবে।”

  • চকবাজারের আরাফাত: “সবই পুরোনো ভবন। সত্যি বলতে কেউ জানে না কী হবে।”

বিশেষজ্ঞদের মতামত:

  • ড. এম সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়: “বাংলাদেশ ইউরেশিয়ান, ইন্ডিয়া ও বার্মিজ সাব-প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে। তাই বিভিন্ন মাত্রার ভূমিকম্প ভবিষ্যতেও হতে পারে। আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়াই গুরুত্বপূর্ণ।”

  • ড. মো. বদরুদ্দোজা মিয়া, ঢাবি: “যদি শুক্রবারের ভূমিকম্প মেইন শক হয়ে থাকে, তবে শনিবারের আফটারশক। তবে যদি ফোরশক হয়, সামনে বড় শক আসতে পারে। সতর্ক থাকা প্রয়োজন।”

  • রাজউক চেয়ারম্যান, প্রকৌশলী রিয়াজুল ইসলাম: “এ ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা। ঝুঁকিপূর্ণ কাঠামো চিহ্নিত ও অপসারণ করা হচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে।”

সরকারের পদক্ষেপ:
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন করেছে। সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ০২৫৮৮১১৬৫১ নম্বরে।

বিশেষ সতর্কতা:

  • ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে থাকা।

  • পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে না থাকা।

  • নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ করা।

  • খোলা মাঠে অবস্থান করা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top