শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, মা ও প্রতিবেশী গুরুতর আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৭:১৬

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার সকালে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ১ বছর বয়সী কন্যাশিশু ফাতেমা নিহত হয়েছে। এ সময় তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পের সময় শিশুটি মা ও প্রতিবেশীর সঙ্গে সড়কের পাশে দেওয়ালের কাছে গেলে দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে তাদের দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়। আহত কুলসুম বেগম ও জেসমিন বেগমকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর বাবা আব্দুল হক জানান, তার স্ত্রী কুলসুম বেগমকে উন্নত চিকিৎসার জন্য তিনটি হাসপাতালে নিলেও শয্যা না থাকার কারণে ভর্তি করা যায়নি। পরে কুলসুমকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পের সময় দেয়াল ধসের কারণে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং মা ও প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

শিশু ফাতেমার দাফন শুক্রবার বিকালে সম্পন্ন হয়, তবে তার মা-বাবা অংশ নিতে পারেননি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top