আজ বিশ্ব শিশু দিবস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৪:০২

ছবি: সংগৃহীত

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বাংলাদেশে পালিত হয় বিশ্ব শিশু দিবস। শিশুদের সম্মান, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই দিবস উদযাপনের মূল লক্ষ্য।

  • প্রথম আন্তর্জাতিক শিশু দিবসের ঘোষণা হয় ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে।

  • ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে চার্চ অফ দ্য রিডিমারের রেভারেন্ড ডা. চার্লস লিওনার্ড ‘রোজ ডে’ বা ‘ফ্লাওয়ার সানডে’ নামে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান শুরু করেন। পরে এটি শিশু দিবস হিসেবে পরিচিত হয়।

  • তুরস্ক ২৩ এপ্রিলকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে, যা ১৯২৯ সালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।

  • ১৯৪৯ সালে উইমেন্স ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাটিক ফেডারেশন ১ জুনকে আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।

  • ১৯৫৪ সালে জাতিসংঘ সর্বজনীন শিশু দিবস পালনের আহ্বান জানায়।

  • ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকারের ঘোষণাপত্র গ্রহণের পর থেকে বিশ্বব্যাপী এই দিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয়।


অনেক দেশে শিশু দিবস ‘শিশু সপ্তাহ’ হিসেবেও পালিত হয়। বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতার মাধ্যমে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top