নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
|
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩, ০০:১৫

নওগাঁ পৌরসভার দুর্গাপুর চকপিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৫) ও খাদিজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ১০ টাকা দিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার বিকালে খাদিজা প্রতিবেশী শিশু আব্দুল্লাহর সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে গ্রামের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজ শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে প্রথমে খাদিজার লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে পানিতে ভেসে উঠে আব্দুল্লাহর লাশ। দুজনকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নওগাঁ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু দুটিকে আনা হয়। পরীক্ষায় তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।’
বিষয়: নওগাঁ মৃত্যু News Update News Latest News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।