সিডনিতে পুলিশ ও লকডাউনবিরোধীদের সংঘর্ষ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০২:৫১

সিডনিতে পুলিশ ও লকডাউনবিরোধীদের সংঘর্ষ

লকডাউনবিরোধী বিক্ষোভে অস্ট্রেলিয়ার সিডনি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরের হাজার হাজার মানুষ নেমেছে রাস্তায়। শনিবার মাস্ক না পরেই বিক্ষোভকারীরা ভিক্টোরিয়া পার্ক থেকে টাউন হলের দিকে অগ্রসর হয়। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল ‘স্বাধীনতা’ ও ‘সত্য’। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।

বিক্ষোভকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। কর্তৃপক্ষ বলছে, এটি অননুমোদিত প্রতিবাদ কর্মসূচি। এই বিক্ষোভ থেকে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, তারা বাকস্বাধীনতার অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে স্বীকার করে। কিন্তু স্বাস্থ্যবিধি ভঙ্গ করে করা হচ্ছে এই বিক্ষোভ।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মানুষের প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করি। কিন্তু বর্তমানে আমরা মহামারি মোকাবেলা করছি।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top