বিশ্বে কমছে করোনায় মৃত্যু-শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ১৭:৩৫

বিশ্বে কমছে করোনায় মৃত্যু-শনাক্ত

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে সাত হাজার ৬২৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৪। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন। সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top