কাবুলে আইএসের হামলায় নিহত ২৮ তালেবান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২১, ১৯:১৬
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আইএস এর বোমা হামলায় নিহত হয়েছে ২৮ তালেবানের সদস্যেরও। এদের বেশিরভাগই ছিলেন বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত।
তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯০ জনের। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ২৮ তালেবান সদস্যের পাশাপাশি আছেন ১৩ মার্কিন সৈন্যও।
আইএস এ হামলার দায় স্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের ‘লক্ষ্যবস্তু’ বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালিয়েছে। এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে এক ব্রিফিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আফগানিস্তান কাবুল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।