কাবুল বিমানবন্দরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ১৯:০০
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আইএস এর চালানো আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ১৭৫ জন। তার মধ্যে নারী, শিশু ও ১৩ মার্কিন সেনা রয়েছেন। রয়েছে যুক্তরাজ্যের ৩ নাগরিক। তালেবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে আরও হামলার ঝুঁকির মধ্যেই প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেল ১২ ঘণ্টায় তারা আফগানিস্তান থেকে ৪ হাজার ২০০ জনকে সরিয়ে নিয়েছে। হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানা গেছে, ১৪ আগস্টের পর থেকে এ পর্যন্ত মোট সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ২০০ জনকে।
এদিকে, ফ্রান্স প্রত্যাহার কার্যক্রম সমাপ্ত করেছে। এ পর্যন্ত ৩ হাজার জনকে সরিয়ে নিয়েছে ফ্রান্স। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আফগানিস্তান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।