লিবিয়ায় ধরা পড়লো বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসনপ্রত্যাশী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ১৯:৪৩

লিবিয়ায় ধরা পড়লো বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসনপ্রত্যাশী

সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে বিভিন্ন দেশের প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড বাহিনী। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন।

রোববার (৩ অক্টোবর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, অভিবাসনপ্রত্যশীদের বহনকারী নৌকাটি রবিবার ধরা পড়ে। ধরা পড়া যাত্রীদের লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাভিয়ার একটি তেল পরিশোধনাগার পয়েন্টে নামিয়ে দেওয়া হয়। তবে সেখানে কোন দেশের কতজন সদস্য রয়েছে তা জানা যায়নি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top