বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৯ লাখ ছাড়ালো
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ১৯:২২
২৪ ঘণ্টা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৯৯৮ জনের। এই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৫৪৪ জনের।
শনিবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৪ হাজার ৬৫০ জনে। মোট শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৮ লাখ ২৩ হাজার ৫৭৭ জনে।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৭৪৬ জন। শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।