বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ন্যাটোয় স্থায়ী মিশন বন্ধ করেছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ২০:৩০

ন্যাটোয় স্থায়ী মিশন বন্ধ করেছে রাশিয়া

চলতি মাসের শুরুর দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়া মিশনের ৮ সদস্যকে বহিষ্কার করে সামরিক জোট ন্যাটো। সেটার প্রতিশোধ হিসেবে সোমবার (১৮ অক্টোবর) ন্যাটোতে তাদের স্থায়ী মিশন বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরোভ এই ঘোষণা দিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, 'ন্যাটোর ইচ্ছাকৃত পদক্ষেপের ফলস্বরূপ আমাদের জন্য প্রাথমিক কূটনৈতিক কাজের কোনো পরিস্থিতি নেই। ন্যাটোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় প্রধান সামরিক দূতের কাজসহ ন্যাটোতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি আমরা। আর সম্ভবত সেটা ১ নভেম্বর থেকে।'

এদিকে মস্কোতে ন্যাটোর সামরিক মিশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার পর এক বার্তায় বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে ন্যাটোর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রাশিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top