সোমালিয়ায় বিস্ফোরণে আল-শাবাবের ১০ সদস্য নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৩:৫০
সোমালিয়ায় বিস্ফোরণের ঘটনায় আল শাবাবের ১০ সদস্য নিহত হয়েছে। মাটিতে পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ওই সদস্যরা প্রাণ হারান।
স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) আল শাবাবের সদস্যরা গাড়িতে চড়ে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমালিয়ার জাতীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-মধ্য সোমালিয়ার মুদুগ অঞ্চলের কিউক্যাড গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাবের সদস্যরা দেশটিতে প্রায়ই আইইডি ডিভাইস দিয়ে হামলা চালিয়ে আসছে। নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে টার্গেট করে তারা ব্যস্ততম সড়কে এসব ডিভাইস পুতে রাখে। ফলে এসব ডিভাইস থেকে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।