শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ২২:০১

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টা ২২ মিনিটে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান ৭৫ বছর বয়সী এই রাজনীতিক। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

জানা গেছে, কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) কেওড়াতলা মহাশ্মশানে সুব্রত মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে।

তারপর দুপুর ২টা নাগাদ কলকাতার প্রাক্তন মেয়রের বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হবে সুব্রত মুখার্জির মরদেহ। সেখান থেকে একডালিয়া এভারগ্রিন হয়ে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top