বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

বাইডেন-শি জিনপিং বৈঠক আজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ২৩:০৬

বাইডেন-শি জিনপিং বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন। উভয়ের এ বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, এই বৈঠকের মাধ্যমে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তা কিছুটা কমতে পারে। এটি বাইডেন প্রশাসনের অধীনে সবচেয়ে বিস্তৃত বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের উৎস অনুসন্ধান থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র কার্যক্রম বিস্তৃতির বিষয়ে দুই বছর ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়ন চলছে। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস এই সংকট থেকে উত্তরণের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসা। এর প্রস্তুতি হিসেবে ৯ সেপ্টেম্বর জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপ করেছিলেন বাইডেন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top