অন্ধ্র প্রদেশে বন্যায় ১৭ জন নিহত, নিখোঁজ শতাধিক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০২:৩২
ভারতের অন্ধ্র প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকেই রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে তিরুমালা পাহাড়ে যাওয়ার ঘাট সড়ক ও অন্যান্য পায়ে হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাহাড়েই বিখ্যাত ভেঙ্কটেশ মন্দিরের অবস্থান। তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; জলাধারগুলোর পানি উপচে পড়ছে।
বন্যার কারণে সবচেয়ে বিপর্যয়ে পড়েছে অন্ধ্র প্রদেশের রয়ালাসিমা অঞ্চল। এ ছাড়া চিত্তুর, কাড়াপা, কুরনুল ও অনন্তপুরম জেলার মানুষও বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে জনজীবন। কিছু কিছু জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে সড়কে থাকা কিছু গাড়ি।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে মোতায়েন করা হয়েছে; উদ্ধার অভিযানও চলছে পুরোদমে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ভারত অন্ধ্র প্রদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।