জার্মানিতে টিকা না নেওয়া ব্যক্তিরা বিধিনিষেধের আওতায়
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ২৩:৪৭
জার্মানিতে টিকা না নেওয়া ব্যক্তিদের বিধিনিষেধের আওতায় আনতে ঐক্যমতে পৌঁছেছেন দেশটি জাতীয় ও আঞ্চলিক নেতারা। এর মাধ্যমে কার্যত টিকা নিতে অনিচ্ছুকদের জীবনযাপন নিয়ন্ত্রণ করা হবে। চলমান করোনা মহামারির চতুর্থ ঢেউ মোকাবিলায় দেশটির নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে করোনা মহামারি মোকাবিলায় সুদূরপ্রসারী এই পদক্ষেপকে ‘জাতীয় সংহতিমূলক’ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে করোনা টিকা বাধ্যতামূলক করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
জার্মান কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী- করোনা টিকার ডোজ সম্পন্ন করা ব্যক্তিরা অথবা খুবই সম্প্রতি যারা কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন তারাই কেবল মুক্তভাবে চলাফেরা করতে পারবেন। তারা মুক্তভাবে রেস্টুরেন্টে কিংবা সিনেমা হলে যেতে পারবেন, বাজারে এবং দোকানে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।