আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনায় ম্যাক্রোঁ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০২:৫০
কাবুলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ফেরার জন্য নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ের সমাধানে উদ্যোগী হচ্ছে ইউরোপীয় কয়েকটি দেশ। এ জন্য তারা আফগানিস্তানে যৌথ কূটনৈতিক মিশন খোলার কথা বিবেচনা করছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন বলেন, আফগানিস্তানে শিগগিরই ইউরোপের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এর মানে তালেবানকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে।
শুক্রবার ফ্রান্স জানিয়েছে, কাতারের সহায়তায় আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়েছে তারা। এদের বেশিরভাগই আফগান নাগরিক।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।