বেলজিয়ামে করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে সংঘর্ষের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০২:০৮
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফের আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। করোনা প্রতিরোধে বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক করায় বিক্ষোভ করছেন তারা।
স্থানীয় সময় রবিবার (৫ ডিসেম্বর) করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে ঘটে সংঘর্ষের ঘটনাও। আট হাজারের মতো বিক্ষোভকারী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় তারা ‘‘ফ্রিডম” বলে চিৎকার করতে থাকেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে পাথর নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশও।
সম্প্রতি ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপর থেকেই করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এতেই ক্ষুব্ধ হন সাধারণ মানুষ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বেলজিয়াম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।