রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন এরদোগান
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৫
দুদিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
দোহায় সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৭ম তুরস্ক-কাতার বৈঠক। সোমবার থেকে মঙ্গলবার এ আলোচনা সভায় অংশ নিতেই দোহায় গেলেন এরদোগান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রবিবার এক বিবৃতিতে এ বৈঠকের কথা জানিয়ে বলেন, ৬-৭ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে এরদোগান কাতার এসে পৌঁছেছেন।
তুরস্কের সঙ্গে কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সাত বছর ধরে আয়োজন করা হচ্ছে এ সম্মেলন। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।