অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৪:২০

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিবিসির তথ্য মতে, রাষ্টীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

বার্নাবি জয়েস বলছেন, গত সপ্তাহে তিনি যুক্তরাজ্যে সফরের সময়ই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এছাড়া তার দেহে করোনার মৃদু সংক্রমণ দেখা গেছে।

জয়েস আরও বলেন, তিনি যখন যুক্তরাজ্য ছাড়েন তখনও তার দেহে করোনার নেগেটিভ রিপোর্ট এসেছিল। কিন্তু এরপর যখন তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান তারপর থেকেই তার কিছুটা ক্লান্ত লাগছিল এবং পায়ে ব্যথা হচ্ছিল।

তার সংস্পর্শে অন্যদের দেহে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত তিনি ছাড়া অস্ট্রেলিয়া সরকারের আর কোনো মন্ত্রী বা প্রতিনিধির দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়নি বলে জানা গেছে।

তিনি জানিয়েছেন, কমপক্ষে ১০ দিন আইসোলেশনে থাকবেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top