করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ২৩:৫৫

করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বর্তমানে তিনি দেশটির একটি সামরিক হাসপাতালে আইসোলেশনে আছেন। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, রবিবার (১২ ডিসেম্বর) রামফোসা কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন। সেখান থেকে ফেরার পর অসুস্থ বোধ করেন প্রেসিডেন্ট। পরীক্ষা করা হলে রামফোসা করোনায় আক্রান্ত বলে জানা যায়। তিনি বর্তমানে দেশটির সামরিক হাসপাতালে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।

প্রেসিডেন্ট কার্যালয় জানায়, করোনা শনাক্ত হওয়ার পর রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের সব দায়িত্ব হস্তান্তর করেছেন ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top