২১ বছর পর মিস ইউনিভার্স ভারতের হারনাজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ০০:৩১

২১ বছর পর মিস ইউনিভার্স ভারতের হারনাজ

২১ বছর পর মিস ইউনিভার্সের পদক এসেছে ভারতে। মিস ইউনিভার্স মনোনীত হয়েছেন পাঞ্জাবের হারনাজ। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

এ বছর ৭০ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন ২১ বছর বয়সি এই তরুণী। নির্বাচকরা বিমুখ করেননি তাকে। রবিবার ইসরাইলের এইলাতে ঘোষণা করা হয় এ বছরের মিস ইউনিভার্স। হারনাজের সঙ্গে সেরা তিনের লড়াইয়ে ছিল প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে। তাদের সবাইকে পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট উঠে হারনাজের মাথায়।

২০০০ সালে লরা দত্ত মিস ইউনিভার্স মনোনীত হওয়ার ২১ বছর পর প্রথম ভারতীয় হিসেবে হারনাজই বিশ্ব সুন্দরী মনোনীত হলেন। এর আগে গেল বছর মিস ইউনিভার্স মুকুট জয়ী মেক্সিকোর অ্যান্দ্রে মেজা তার মাথায় পদক তুলে দেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top