বিশ্বে একদিনে করোনায় নতুন শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩৩

বিশ্বে একদিনে করোনায় নতুন শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৮৬১ জন। আর নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২৩৪ জন।  আর ৪ লাখ ৯৯ হাজার জন সুস্থ হয়েছেন। এর আগের দিন সোমবার (১৩ ডিসেম্বর) ৩ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় করোনাভাইরাসের সংক্রমণ-মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ২৭ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৮৮৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ২৮ হাজার ২৫৯ জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৭৫৫ জন।

এদিকে করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান ও আর্জেন্টিনা। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top