ভারতের হেলিকপ্টার দুর্ঘটনা
মারা গেলেন একমাত্র জীবিত ক্যাপ্টেনও
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:১৫

ভারতে ৮ ডিসেস্বর হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ নিহত হন ১৩ জন আরোহী।
তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও মারা গেলেন। ১৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যুর খবর জানানো হয়।
এর আগে, বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ক্যাপ্টেন বরুণ সিংহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।