৫০ বছরের রেকর্ড ভেঙে তুষারপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৩:০০
তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য। বিশেষ করে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যে। এই রাজ্যে চলতি মাসের তুষারপাত গেল ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় দুইশ দুই দশমিক দুই ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে। যা বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। সর্বশেষ ১৯৭০ সালে ১৭৯ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছিল।
এদিকে ভারী তুষারপাতের কবলে পড়েছে জাপান এবং চীনও। তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পাছপালা, ঘরবাড়ি রাস্তাঘাটে জমেছে বরফের পুরু স্তর।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।