উন্মুক্ত হলো চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০২:৩৫

উন্মুক্ত হলো চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল

প্রায় চার বছর নির্মাণের পর চীনের দীর্ঘতম পানির নিচের হাইওয়ে টানেলটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। জানা গেছে, টানেলটির দৈর্ঘ্য ১০ দশমিক ৭৯ কিলোমিটার বা ৬ দশমিক ৬৫ মাইল। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইহু নামের টানেলটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নীচে দিয়ে গেছে। সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এটি। জিয়াংসুর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার কোটি ইউয়ান (প্রায় দুইশ কোটি মার্কিন ডলার)। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ৯ জানুয়ারি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দ্বিমুখী টানেলটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ২০ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট। যার ছয়টি লেন রয়েছে। এটি ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া। চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে।

টানেলটি ৪৩ দশমিক নয় কিলোমিটার চাংঝো-উক্সি হাইওয়ের অংশ। এটি জিয়াংসুর রাজধানী সাংহাই ও নানজিং-এর মধ্যে ভ্রমণকারীদের জন্য একটি বিকল্প এক্সপ্রেসওয়ে প্রদান করেছে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top