দিল্লির চাঁদনি চক মার্কেটে ভয়াবহ আগুন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০১:৫৭
ভারতের রাজধানী দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এনডিটিভি’র খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে আগুন লাগে। এতে পুড়ে ছাই হয়ে যায় অনেক দোকান। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি।
দিল্লি দমকল বিভাগের সহকারী বিভাগীয় আধিকারিক রাজেশ শুক্লা বলেন, "আগুন লেগেছে তেহ বাজারিতে। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এতে কেউ হতাহত হননি । আগুন নিভে যাচ্ছে, নিয়ন্ত্রণে আসছে ।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।