হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০২:০১

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

নতুন বছরের শুরুতে উত্তর কোরিয়া সফল পরীক্ষা চালিয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

এনিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে দেশটি গেল বছরের সেপ্টেম্বরে এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ জানায়, ৭০০ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বুধবার চালানো হয়েছে। শীতের আবহাওয়ায় ক্ষেপণাস্ত্রটির জ্বালানি অ্যাম্পুল সিস্টেম’ কিভাবে কাজ করছে তাও যাছাই করে দেখা হয়েছে এ পরীক্ষায়।

এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া সমুদ্রে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে।

সূত্র: এএফপি/ বিবিসি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top