জার্মানিতে ‘নরখাদক’ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০৩:৫৩

জার্মানিতে ‘নরখাদক’ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

এক ব্যক্তিকে হত্যার পর তার মাংস খাওয়ার অপরাধে শুক্রবার জার্মানির একটি আদালত সাবেক এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

২০২০ সালে সেপ্টেম্বরে অনলাইনে একজনকে আমন্ত্রণ জানিয়ে বাড়িকে এনে ঠাণ্ডা মাথায় খুন করে তার মাংস খায়। বার্লিনের ওই আদালত নরখাদক আর স্টেফান নামে ৪২ বছরের ওই অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। বিচারক ম্যাথিয়াস শার্টজ রায় ঘোষণা করে বলেছেন, ‘আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।’

খুনের অভিযোগ অস্বীকার করে স্টেফান দাবি করেন, ওই ব্যক্তি তার বাড়িতে এসে হঠাৎ মারা গিয়েছিলেন। তারপর তিনি তার যৌনাঙ্গ এবং দেহের অন্য কিছু অংশ কেটে খেয়েছিলেন। কিন্তু বিচারক সেই সাফাই খারিজ করে দেন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top