করোনায় আক্রান্ত বিজেপির জে পি নাড্ডা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২, ০৩:২১

করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা। সোমবার (১০ জানুয়ারি) রাতে টুইট করে বিষয়টি জানান তিনি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
টুইটারে নাড্ডা লেখেন, 'মৃদু উপসর্গ দেখা দিচ্ছিল। তাই আমি কোভিড পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে, সুস্থই আছি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।'
উল্লেখ্য, এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও করোনা আক্রান্ত হয়েছেন। তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: জে পি নাড্ডা jp nadda BJP
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।