ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ০১:১৭

ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দেশজুড়ে জারি করা লকডাউনের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ৪০ জনকে নিয়ে গার্ডেন পার্টি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার তীব্র সমালোচনার মুখে পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন তিনি।

বুধবার পার্লামেন্টে দেওয়া বিবৃতিতে জনসন বলেছেন, 'আমি ক্ষমা চাচ্ছি। আমি জানি যে এই দেশের লাখ লাখ মানুষ ১৮ মাসে অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। আমি জানি তারা যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে - তাদের আত্মীয়দের জন্য শোক প্রকাশ করতে পারেননি, তারা তাদের পছন্দ মতো জীবনযাপন করতে বা তাদের পছন্দের জিনিসগুলি করতে অক্ষম ছিলেন।'

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'আমি জানি যে তারা আমার ও আমি যে সরকারের নেতৃত্ব দিয়ে থাকি তার বিরুদ্ধে তারা ক্ষোভ অনুভব করছে এই ভেবে যে, যারা নিয়ম তৈরি করে সেই ডাউনিং স্ট্রিটই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করছে না। যদিও আমি বর্তমান তদন্তের উপসংহারের পূর্বাভাস দিতে পারি না, আমি যথেষ্ট শিখেছি যে এমন কিছু জিনিস ছিল যা আমরা সঠিকভাবে পারিনি এবং আমাকে অবশ্যই দায়ভার নিতে হবে।'

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top